ছেলের লাঠির আঘাতে প্রাণ গেলো বাবার

Share Now..


পারিবারিক বিরোধের জেরে ছেলে ও তার সমন্ধির লাঠির আঘাতে বাবা মো. মমিন (৬০) নামের এক গৃহকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাতে ফেনীর পরশুরাম উপজেলার পূর্ব অলকা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ নিহতের ছেলে মো. ফারুক প্রকাশ রাজিব ও তার সমন্ধি মো. সুমনকে আটক করেছে।পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্র জানান,

ফেনীর পরশুরামের পূর্ব অলকা গ্রামে মো. মমিন নামের গৃহকর্তার সঙ্গে তার ছেলে মো. ফারুক প্রকাশ রাজিবের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাত ১০টার দিকে মো. ফারুক প্রকাশ রাজিব ও তার সমন্ধি মো. সুমন নিয়ে বাসায় ঢুকেন। এক পর্যায়ে ফারুক তার বাবা মো. মমিনের সঙ্গে জমি সংক্রান্ত বিষয় নিয়ে তর্কে জড়ান। পরে ফারুক তার বাবা মো. মমিনকে লাঠি দিয়ে আঘাত করলে তিনি ফ্লোরে লুটে পড়েন। পরে তাকে অসুস্থ অবস্থায় ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে গভীর রাতে তিনি মারা যান। এ ঘটনায় পুলিশ নিহতের ছেলে মো. ফারুক প্রকাশ রাজিব ও তার সমন্ধি মো. সুমনকে আটক করেছে। নিহতের ছেলে আটককৃত ফারুক পরশুরামে দলিল লেখক ছিলেন।পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, পারিবারিক বিরোধের জেরে ছেলে ও তার সমন্ধির লাঠি আঘাতে মমিন নামে এক গৃহকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলে মো. ফারুক প্রকাশ রাজিব ও তার সমন্ধি মো. সুমনকে আটক করা হয়েছে। নিহতের ঘটনায় হত্যা মামলা হয়েছে।

One thought on “ছেলের লাঠির আঘাতে প্রাণ গেলো বাবার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *