বিশ্বকাপের পর এশিয়ান কাপের আয়োজকও কাতার
আর মাত্র কদিন পরেই কাতারে বসতে চলেছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফিফা ফুটবল বিশ্বকাপ। ফুটবল বিশ্বের সবচেয়ে বড় এই শ্রেষ্ঠত্বের আসরের পর ২০২৩ সালের এশিয়ার বিশ্বকাপখ্যাত এশিয়ান কাপের আসরও বসতে চলেছে কাতারে। ২০২৩ এশিয়ান কাপের আয়োজক হিসেবে কাতারের নাম ঘোষনা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। প্রকৃতপক্ষে এশিয়ান কাপের আসর আয়োজনের কথা ছিলো চীন, তবে করোনা মহামারির কারনে তারা এই টুর্নামেন্ট আয়োজনে অপারগতা প্রকাশ করাতেই কাতারকে দায়িত্ব দিয়েছে এএফসি।
২০১৯ সালের জুনে বিডে জয়ী হয়ে এশিয়ান কাপ আয়োজনের স্বত্ব পেয়েছিল চীন। তবে করোনা মহামারির কারণে চলতি বছর মে মাসে তারা এশিয়ান কাপ আয়োজনে অপারগতা প্রকাশ করে। আগামী বছর ১৬ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত চীনের ১০টি শহরে আয়োজনের কথা ছিল এশিয়ান কাপের।
২৪ দলের এই টুর্নামেন্ট আয়োজনের নতুন আয়োজক পেতে এএফসিকে আবারও বিডের ব্যবস্থা করতে হয়েছে। এই বিডে কাতার ছাড়াও দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া অংশ নেয়
২০১৯ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত সর্বশেষ আসরে চ্যাম্পিয়ন হয়েছিলো কাতার। এশিয়ান কাপ আয়োজনের মাধ্যমে বিশ্বকাপের পর আবারও ফুটবলের বড় একটি টুর্নামেন্ট আয়োজন নিয়ে মেতে উঠবে মধ্যপ্রাচ্যের দেশ কাতার।
From noob to pro, every win counts Lucky Cola