চুয়াডাঙ্গায় দেড় কেজ সোনা আটক ॥ পালিয় গেছ পাচারকারী

Share Now..

চুয়াডাঙ্গা প্রতিনধ:
ভারেত পাচারের সময় চুয়াডাঙ্গা ৬ বিজিবি দামুড়হুদা উপজেলার দর্শনা থানার ফুলবাড়ী সীমান্তে চোরাচালান বিরাধী অভিযান চালিয় ১ কোটি ৮ লাখ ৮৪০ টাকা মূল্যের এক কেজ ৫২০ গ্রাম ওজেনর ১৩ টি সোনার বার আটক করেছ। তবে সোনা পাচারকারী উপজেলার ফুলবাড়ি গ্রামের আজমল হোসেনের ছেলে মিকাইল হোসেনকে (৩০) বিজিবি আটক করেত পারেনি।

আজ বৃহ¯িপতবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিক সোনা পাচারকারীকে ধাওয়া করে এই সোনার বারগুলো আটক করে।

চুয়াডাঙ্গা ৬ বিজবর পিরচালক (অধিনায়ক) লে. কের্ণল শাহ মোঃ ইশতিয়াক ( পিএসসি) বিকল সাড়ে ৪ টার দিক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরও জানান, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিত ফুলবাড়ি সীমান্ত বিওপির নায়েব সুবেদার মোঃ দুলাল হক এবং ব্যাটালিয়ন বিআইপি সদস্য সিপাহী মোঃ নয়ন ইসলাম সংগীয় টহল দল নিয়ে সীমান্তর ৮৪/১১৩-টি পিলার হতে ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বুইচিতলা গ্রামের ইটের সলিং রাস্তার উপর এ্যাম্বুশ এর জন্য অবস্থান গ্রহণ করে। এমন সময় সকাল সাড়ে ১০ টার দিক বিজিবি টহল দল একজন সন্দেহভাজন ব্যক্তিকে মোটর সাইকেলযোগে সীমান্তের দিকে যেতে দেখে।

বিজিবি সশস্ত্র টহলদল তাকে চ্যালেঞ্জ করলে সে মোটর সাইকেলটি ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবি সশস্ত্র টহলদল দুটি ভাগে বিভক্ত হয়ে একটি দল চোরাকারবারীকে ধাওয়া করলে সে তার পায়ের জুতা ফেলে দৌড়ে বুইচিতলা গ্রামের মধ্য দিয়ে পালিয়ে যায়। অপর দলটি ফেলে যাওয়া জুতা ও মোটর সাইকেলটি জব্দ করে। পের মোটর সাইকেলটি তল্লাশি করে কিছু না পেলও পায়ের জুতাটি কেটে জুতার মধ্যে অভিনব কায়দায় কালো কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ০৪টি প্যাকেট হতে ০১ কেজি ৫১৫.৮৫ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়। যার সর্বমোট সিজার মূল্য ১কেট ৮ লাখ ৮,৪০০ টাকা। এ বিষয়ে দর্শনা থানায় পলাতক আসামীর বিরুদ্ধে মামলা দিয় আটককৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

One thought on “চুয়াডাঙ্গায় দেড় কেজ সোনা আটক ॥ পালিয় গেছ পাচারকারী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *