আফ্রিকার চাদে সরকার বিরোধী বিক্ষোভে নিহত ৬০

Share Now..


মধ্য আফ্রিকার দেশ চাদের নিরাপত্তা বাহিনী দেশটির দুইটি বড় শহরে বৃহস্পতিবার (২০ অক্টোবর) সরকার বিরোধী বিক্ষোভকারীদের ওপর গুলি চালায়। এতে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। চাদ সরকারের একজন মুখপাত্র ও মর্গের একজন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানায় ইন্ডিয়া টুডে।প্রতিবেদনে বলা হয়, মধ্য আফ্রিকার দেশটিতে অন্তর্বর্তী নেতা মহামত ইদ্রিস দেবির ক্ষমতার দুই বছরের মেয়াদ বৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভ সৃষ্টি হয়। এই সহিংসতার পরে কর্তৃপক্ষ কারফিউ জারি করে।চাদ সরকারের মুখপাত্র আজিজ মহামত সালেহ জানিয়েছেন, রাজধানী এনজামেনায় ৩০ জন নিহত হয়েছেন। যদিও বিক্ষোভকারীদের দাবি, এই সংখ্যা ৪০ জন হবে।

শহরের মর্গের একজন কর্মকর্তা জানান, চাদের দ্বিতীয় বৃহত্তম শহর মাউন্ডুতে আরও ৩২ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। ৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।

অন্যান্য বিক্ষোভ দেশটির ডোবা ও সারাহ শহরে সংঘটিত হয়। তিন দশকেরও বেশি সময় ক্ষমতায় থাকার পর দেবির বাবার হত্যাকাণ্ডের পর তিনি গত বছর দায়িত্ব গ্রহণ করেন। সেসময় থেকে এটিই হচ্ছে বড় আকারের মারাত্মক সরকার বিরোধী বিক্ষোভ।

কর্মকর্তারা জানান, ২০২১ সালের এপ্রিলে প্রয়াত প্রেসিডেন্ট ইদ্রিস দেবি ইতনো দেশটির উত্তরাঞ্চলে যুদ্ধক্ষেত্রে চাদ সেনাদের সঙ্গে দেখা করার সময় বিদ্রোহীদের হাতে নিহত হন।

এনজামেনার প্রধান হাসপাতাল বন্দুকের গুলিতে আহত অনেক ব্যক্তিকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আহতদের মধ্যে কয়েকজনকে সেনাবাহিনীর গাড়িতে করে লিবার্টি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের ওপর নির্যাতনের চিহ্ন রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, বিক্ষোভকারীরা এনজামেনার রাজধানী জুড়ে বৃহস্পতিবার (২০ অক্টোবর) স্থানীয় সময় রাত ৩টার দিকে জড়ো হতে থাকেন। পুলিশ ভিড় লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছুড়লেও বিক্ষোভকারীরা এগিয়ে আসতে থাকেন এবং তাদের সংখ্যা বাড়তে থাকে।

তখনই নিরাপত্তা বাহিনী গুলি চালায়। বিক্ষোভকারীরা কাঁদানে গ্যাসের মধ্যে ঘটনাস্থল থেকে মৃতদের জড়ো করতে লড়াই করে।

One thought on “আফ্রিকার চাদে সরকার বিরোধী বিক্ষোভে নিহত ৬০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *