চুরি হওয়া কুকুরের সন্ধান পেতে থানা পুলিশের দারস্থ মালিক
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহ শহরের আদর্শপাড়া এলাকা থেকে হারিয়ে যাওয়া কুকি নামের একটি পোষা কুকুরের সন্ধান চেয়ে থানা পুলিশের দারস্থ হয়েছেন এক কুকুর মালিক। বুধবার রাতে বিশ^স্ত কুকিকে খুজে পেতে তিনি থানায় জিডি করেন। সেই সঙ্গে সন্ধানদাতাকে পাঁচ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন কুকুরটির মালিক সালাহউদ্দীন গাউস। জিডি সুত্রে জানা গেছে, শহরের আদর্শপাড়া এলাকার মোকাররম হোসেন টুলুর ছেলে সালাহ উদ্দীন গাউস এক বছর আগে একটি বিদেশি এস্কিমো জাতের কুকুর সংগ্রহ করে পুষতে শুরু করেন। কুকুরটির নাম রাখা হয় কুকি। বুধবার সকালে বাড়ির মধ্যে প্রবেশ করে অচেনা দুই ব্যক্তি কুকিকে চুরি করে নিয়ে যায়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে অবেশেষে কুকুর মালিক ঝিনাইদহ সদর থানায় জিডি করেন। সালাউদ্দিন গাউস বলেন, কুকুরটি আমার খুবই শখের ছিল। কুকির জন্য শোকে মুহ্যমান আমার পরিবারের সদস্যরা। তিনি বলেন, কুকির সন্ধানদাতাকে আমি পাঁচ হাজার টাকা পুরস্কার প্রদানের ঘোষনা দিয়েছি। বিষয়টি নিয়ে ঝিনাইদহ থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বৃহস্পতিবার জানান, যে কোনও পোষা প্রাণী হারিয়ে গেলে আইন অনুযায়ী থানায় অভিযোগ দায়েরের সুযোগ রয়েছে। শহরের আদর্শপাড়া এলাকায় এক যুবকের একটি পোষা কুকুর চুরি হওয়ায় তিনি আইন অনুযায়ী থানায় জিডি করেছেন। কুকুরটির সন্ধানে পুলিশ কাজ শুরু করেছে। ইতিমধ্যে বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে।
Challenge your friends and rise to the top in online gaming Lucky Cola
Pretty portion of content. I simply stumbled upon your website and in accession capital to claim that I get in fact enjoyed account your
blog posts. Anyway I will be subscribing in your feeds and even I success you
get admission to consistently quickly.