মহেশপুরে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ
পুড়াপাড়া(মহেশপুর)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে মৌসুমে গ্রী®াকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় সরকারের বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষকদের মাঝে এ সার ও বীজ বিতরণ করেন এম,পি শফিকুল আজম খান চঞ্চল। উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠিত গ্রী®াকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় সরকারের বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ হাসান আলী, বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু, যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ সালাউদ্দীন আহাম্মেদ, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্বাস উদ্দীন প্রমুখ।
Explore new worlds and become a gaming legend Lucky Cola