চুয়াডাঙ্গায় পৃথক ঘটনায় দু’শিশুর মৃত্যু

Share Now..

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গায় সদর উপজেলার হাতিকাটা গ্রামে গলায় সুজি আটকে রাব্বি হোসেন নামে ১০ মাস বয়সী এক শিশু ও দামুড়হুদা উপজেলার চন্দ্রবাস গ্রামে পুকুরের পানিতে ডুবে যুবায়েদ রহমান জুনায়েদ নামে ৪ বছর বয়সী অপর এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (৩০ অক্টোবর) দুপুরের দিকে পৃথক এ ঘটনা দুটি ঘটে।

নিহত শিশু রাব্বি হোসেন সদর উপজেলার হাতিকাটা গ্রামের দিনমজুর রুবেল হোসেনের ছেলে এবং নিহত শিশু জুনায়েদ দামুড়হুদা উপজেলার চন্দ্রবাস গ্রামের মাঠপাড়ার শরিফুল ইসলামের ছেলে।

নিহত শিশুর মা চুমকি খাতুন জানান, দুপুরে ছেলেকে সুজি খাওয়াচ্ছিলাম। এ সময় হঠাৎ তার গলায় সুজি আটকে যায়। আমরা অনেক চেষ্টা করেও সুজি বের করতে পারিনি। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাদিয়া মা-আরিজ জানান, হাসপাতালে নেয়ার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। সুজি গলায় আটকে নিশ্বাস বন্ধ হয়ে মারা গেছে শিশুটি।

অপরদিকে নিহত শিশু জুনায়েদের পরিবার ও স্থানীয়দের দাবি, রোববার সকালে শিশু জুনায়েদ বাড়ির পাশে খেলছিল। এসময় তার মা বাড়িতে সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। খেলতে খেলতে কখন পাশের পুকুরের পানিতে পড়ে যায় জুনাইদ। স্থানীয় একজন গোসল করতে গেলে তার পায়ে শিশু জুনাইদের মরদেহ বাধলে উদ্ধার করা হয়।

ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেছেন, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান ও দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ।

One thought on “চুয়াডাঙ্গায় পৃথক ঘটনায় দু’শিশুর মৃত্যু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *