ফিলিপাইনে ‘নালগে’ ঝড়, মৃত বেড়ে ১৫০
ফিলিপাইনে শক্তিশালী ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১৫০ জনে দাঁড়িয়েছে। দেশটিতে ঝড়ের কারণে আকস্মিক বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। কর্মকর্তারা বৃহস্পতিবার এ কথা জানিয়ে বলেছেন, ক্ষতিগ্রস্ত এলাকায় আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
গত সপ্তাহে ‘নালগে’ ঝড়ের তীব্র আঘাতে ১৫০ জন মারা গেছে বলে দেশটির জাতীয় দুর্যোগ সংস্থা জানিয়েছে। এতে আহত হয়েছে অন্তত ১২৮ জন, এবং ৩৬ জন এখনও নিখোঁজ রয়েছে। তাদেরকে জীবিত খুঁজে পাবার আশা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া তিন লাখ ৫৫ হাজার ৪শ’ লোক তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে।
দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের বাংসামারো অঞ্চলে ঝড়ের কারণে বন্যা ও ভূমিধসে বেশকিছু গ্রাম ধ্বংস হয়েছে। এদিকে বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাসে আরও বৃষ্টি হওয়ার পূর্বাভাসের পর বাংসামারো অঞ্চলে আরও ধ্বংসের আশঙ্কা করা হচ্ছে।
আঞ্চলিক বেসামরিক প্রতিরক্ষা প্রধান নাগুইব সিনারিম্বো বলেছেন, যেখানে আকস্মিক বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে সেখানে মাটি এখনও ভেজা। এর ফলে আবারো ভূমিক্ষয়ের আশঙ্কা দেখা দিয়েছে।
প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস বাংসামোরোয় ব্যাপক ভূমিধসের জন্যে বনভূমি বিনাশ এবং জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন। তিনি গাছের চারা রোপনের জন্যে স্থানীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। এ ছাড়া তিনি সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলে ছয় মাসের দুর্যোগ অবস্থা ঘোষণা করেছেন। সেই সঙ্গে ত্রাণ প্রচেষ্টা জোরদারে অর্থ সরবরাহের উদ্যোগ নিয়েছেন।
Ready for action? Dive into the hottest online game Lucky Cola