রুবেলকে টক্কর দিতে মার্শাল আর্ট শিখছেন অনন্ত?
চিত্রনায়ক, প্রযোজক অনন্ত জলিল। গত ঈদে মুক্তিপ্রাপ্ত তার ‘দিন- দ্যা ডে’ সিনেমাটি নিয়ে আলোচনা কম হয়নি। এরপরই ‘কিল হিম’ সিনেমার ঘোষণা দেন তিনি। তার জন্য প্রস্তুতিও নিচ্ছেন এই অভিনেতা।অ্যাকশনধর্মী এই সিনেমায় অভিনয় করার জন্য মার্শাল আর্ট শিখছেন অনন্ত জলিল। সিনেমাটিতে আরেক অ্যাকশন নায়ক রুবেলের বিপরীতে অভিনয় করবেন বলেই তার এই প্রস্ততি।অনন্ত জলিল বলেন, অ্যাকশনধর্মী ‘কিল হিম’ সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করছি। এই সিনেমার জন্য কিছুটা মার্শাল আর্ট শিখতে হচ্ছে। এই সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছি। বডি বিল্ডিং থেকে শুরু মার্শাল আর্ট প্র্যাকটিস করছি। মার্শাল আর্ট নায়ক রুবেল ভাইয়ের সঙ্গে অভিনয় করতে হবে সেই কারণে কিছুটা প্রস্তুতি নিতে হচ্ছে।
এই সিনেমার জন্য ৪০ লাখ টাকা আর পারিশ্রমিক নিচ্ছেন অনন্ত জলিল। আর নায়িকা বর্ষা পাবেন ১০ লাখ।
প্রযোজনার পাশাপাশি ‘কিল হিম’ পরিচালক করবেন এম ডি ইকবাল। আগামী কিছুদিনের মধ্যে ‘কিল হিম’ সিনেমার শুটিং শুরু হবে।
Challenge your friends and rise to the top in online gaming Lucky Cola