যুদ্ধ বন্ধে চুক্তিতে স্বাক্ষর করেছে টাইগ্রে ও ইথিওপিয়ান বাহিনী

Share Now..


ইথিওপিয়ায় হাজার হাজার মানুষের প্রাণহানি ও লাখো মানুষকে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে ঠেলে দেওয়া দুই বছরের সংঘাতের অবসানে আকস্মিক এক চুক্তিতে স্বাক্ষর করেছে টাইগ্রে ও ইথিওপিয়ান উভয় পক্ষ। ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট ওলুসেগুন ওবাসানজোর মধ্যস্থতায় বৈরিতা স্থায়ীভাবে অবসানের লক্ষ্যে হওয়া এ চুক্তিকে আফ্রিকান ইউনিয়ন ‘নতুন ভোর’ হিসেবে অ্যাখ্যা দিয়েছে।ইথিওপিয়ার সরকার ও টাইগ্রে বাহিনীর মধ্যে এই চুক্তির ফলে যুদ্ধ বিধ্বস্ত এলাকাগুলোতে ত্রাণ সরবরাহ আবার শুরু হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী, দেশটির উত্তরাঞ্চলীয় টাইগ্রের প্রায় ৯০ শতাংশ মানুষের এখনই খাদ্য সহায়তা দরকার। এই এলাকার প্রতি তিনটি শিশুর মধ্যে একটি গুরুতর পুষ্টিহীনতায় ভুগছে।

দুই পক্ষের মধ্যে যুদ্ধ বন্ধে চুক্তি হলেও তা কতদিন পর্যন্ত টিকে থাকবে তা নিয়ে অনেকে শঙ্কা ব্যক্ত করেছেন। সংঘাত বন্ধে এরআগে যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছিল দুই পক্ষ। সর্বশেষ বিরতি চুক্তি স্বাক্ষরের কয়েক মাস পরই চলতি বছরের আগস্টে ভেঙে যায়।

যুদ্ধে ইথিওপিয়ার সরকারি বাহিনীর সঙ্গে ইরিত্রিয়ান বাহিনীও টাইগ্রে বাহিনীর বিরুদ্ধে লড়েছিল। যুদ্ধ বিরতির আলোচনায় তাদের অংশগ্রহণ না থাকাও অনেকের অস্বস্তি বাড়াচ্ছে।

One thought on “যুদ্ধ বন্ধে চুক্তিতে স্বাক্ষর করেছে টাইগ্রে ও ইথিওপিয়ান বাহিনী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *