কোটচাঁদপুরে জাতীয় সংবিধান দিবস পালিত
কোটচাঁদপুর প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুরে জাতীয় সংবিধান দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাজান আলী,
সহকারি কমিশনার (ভূমি) নিরুপমা রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন. সাবেক কমান্ডার তাজুল ইসলাম, উপজেলা আ.লীগের সহ-সভাপতি ফারজেল হোসেন মন্ডল, উপজেলা কৃষি অফিসার মহসিন আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, চেয়ারম্যান আব্দুল মান্নান, আব্দুল জলিল, শাহারুজ্জামান সবুজ সহ বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং নানা শ্রেণী পেশার মানুষ।
Get your game on—experience epic battles and challenges Lucky Cola