টুইটারের পর এবার কর্মী ছাঁটাই করবে ফেসবুক
টুইটারের পর এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা চলতি সপ্তাহে বড় আকারে ছাঁটাই শুরুর পরিকল্পনা করছে। এরফলে প্রতিষ্ঠানটির হাজার হাজার কর্মী চাকরি হারাতে পারেন। মেটা কর্তৃপক্ষের ছাঁটাই পরিকল্পনা সম্পর্কে অবগত সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।
প্রতিবেদনে বলা হয়, আগামী বুধবার (৯ নভেম্বর) মেটার পক্ষ থেকে কর্মী ছাঁটাই সংক্রান্ত ঘোষণা আসতে পারে। তবে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনটি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি মেটা কর্তৃপক্ষ।
মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ জানান, মেটাভার্সে বিনিয়োগ ফলপ্রসূ হতে প্রায় এক দশক লেগে যেতে পারে বলে তিনি প্রত্যাশা করছেন। ইতোমধ্যে তিনি কর্মী নিয়োগ ও বিভিন্ন প্রকল্পের কাজ স্থগিত রেখেছেন। খরচ কমাতে তিনি কর্মীদের উৎসাহিত করছেন।অক্টোবর মাসের শেষ দিকে জাকারবার্গ জানিয়েছিলেন, ২০২৩ সালে তার কোম্পানি কতিপয় উচ্চ প্রবৃদ্ধির ক্ষেত্রে বিনিয়োগে প্রাধান্য দেবে। জুন মাসে কোম্পানিটি প্রকৌশলী নিয়োগের পরিকল্পনা ৩০ শতাংশ কমিয়ে ফেলে। জাকারবার্গ তার কর্মীদের অর্থনৈতিক মন্দা পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেছেন।
এরআগে মেটার শেয়ারহোল্ডার আলটিমিটার ক্যাপিটাল ম্যানেজমেন্ট জাকারবার্গকে লেখা এক খোলা চিঠিতে জানান, বিনিয়োগকারীদের আস্থা হারাচ্ছে মেটা। কর্মী ছাঁটাই ও খরচ কমিয়ে কোম্পানিটিকে গতিশীল করা উচিত।
গত কিছু মাসে মাইক্রোসফট, টুইটার, স্ন্যাপসহ বেশ কয়েকটি প্রযুক্তি কোম্পানি নিজেদের লোকবল ছাঁটাই করছে। তারা নতুন করে কর্মী নিয়োগও বন্ধ রেখেছে। উচ্চ সুদের হার, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও ইউরোপে জ্বালানি সংকটের কারণে বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর হয়ে যাওয়ার প্রেক্ষাপটে তারা এ ধরনের পদক্ষেপ নিচ্ছে।
Challenge your friends and rise to the top in online gaming Lucky Cola