ঝিনাইদহের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান কাঞ্চননগর স্কুল এন্ড কলেজ
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহ জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজ। ২০২২ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে এ শিক্ষা প্রতিষ্ঠানকে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেয়া হয়। এছাড়া এই প্রতিষ্ঠানের প্রধান অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস সদর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন। অধ্যক্ষ জানান, বর্তমানে তার শিক্ষা প্রতিষ্ঠানে ২ হাজার ৭’শ ২২ জন শিক্ষার্থী অধ্যায়নরত আছে। উল্লেখ্য, ২০১৬ সাল থেকে শ্রেষ্ঠ বিদ্যালয়ের স্বীকৃতি প্রদান শুরু করে সরকার। তারপর থেকে টানা একাধিক বার কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে পুরস্কার পেয়ে আসছে। এছাড়া ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ স্কাউট গ্রুপের খেতাব ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত জিতেছে। ২০১৮-২০১৯ সালে সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতায় জাতীয় পুরস্কার পেয়েছে প্রতিষ্ঠানটি। জাতীয় শিক্ষা সপ্তাহ ও উন্নয়ন মেলায় এবং ক্রিকেট খেলায় একক ইভেন্টে কাঞ্চননগরের একাধিক শিক্ষার্থী পেয়েছে প্রথম পুরস্কার এবং সনদ। এমনকি সংগীত শিল্পে বিভাগীয় শ্রেষ্ঠত্ব ও জাতীয় সংগীতে বিভাগীয় শ্রেষ্ঠত্ব অর্জন করে চমক সৃষ্টি করেছে। শিক্ষা বিস্তরের লক্ষ্যে জেলা শহরের প্রাণকেন্দ্রে ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয় ঐতিহ্যবাহী কাঞ্চননগর স্কুল। প্রতি বছর জেএসসি, এসএসসি, এইচএসসি পরীক্ষায় শতভাগ কৃতিত্বের সাক্ষর রেখে চলেছে।
Build your empire and crush your enemies in real-time strategy! Lucky Cola