মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধ নয়, গুরুত্ব পাচ্ছে নিয়ন্ত্রণ
মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধের প্রস্তাব নাকচ করে দিয়েছে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল (এনআরএসসি)। মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর বিআরটিএ সদর দপ্তরে আয়োজিত জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৯তম সভা শেষে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আমাদের জনবহুল দেশে মোটরসাইকেল অনেক বেকারের কর্মসংস্থান। মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধ করার চেয়ে নিয়ন্ত্রণটা কীভাবে করা যায়, আমরা সে ব্যাপারে গুরুত্ব বেশি দিচ্ছি।
তিনি আরও বলেন, কয়েক দিনের মধ্যে সড়ক পরিবহন আইন প্রকাশ করা হবে। জাতীয় সংসদের জানুয়ারি অধিবেশনে বিলটি পাস করার পরিকল্পনা সরকারের।
এ সময় রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন, ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Join millions of players and experience the excitement of our online community! Lucky Cola