বেনাপোলে সাড়ে ১৬ কেজি সোনাসহ আটক-২
এস আর নিরবঃ
যশোরের বেনাপোলের আমড়াখালি চেকপোস্ট থেকে ১৬ কেজি ৫১০ গ্রাম ওজনের ১১২টি স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছেন বিজিবির সদস্যরা। গতকাল বুধবার রাত ১০টার দিকে যশোর থেকে বেনাপোলগামী একটি পিকআপ থেকে স্বর্ণসহ তাঁদের আটক করা হয়। আটককৃতরা ওই সোনা ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন বলে বিজিবি জানিয়েছে।
আটককৃত ব্যক্তিরা হলেন কুমিল্লার দাউদকান্দি থানার মোবারকপুর গ্রামের মনু মিয়ার ছেলে ওমর ফারুক (২৭) এবং চাঁদপুরের মতলব থানার উত্তর ইসলামপুর গ্রামের আব্দুল বারেক সরকারের ছেলে ফরহাদ সরকার (৩২)।
এ ঘটনায় বিজিবি জানায়, যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকীর নির্দেশনায় ও তত্ত্বাবধানে আমড়াখালি বিজিবি চেকপোস্টে কর্মরত নায়েব সুবেদার আলমগীর হোসেনের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। রাত ১০টার দিকে চেকপোস্টের সামনে একটি পিকআপে (ঢাকা মেট্রো ন-১৯-৮৩৯০) তল্লাশি করা হয়। পরে পিকআপের চালকের পেছনে কেবিনের বক্সে বিশেষভাবে লুকানো অবস্থায় ১৬ কেজি ৫১০ গ্রাম ওজনের ১১২টি সোনার বারসহ দুজনকে আটক করা হয়। এই সোনার বাজারমূল্য ১৫ কোটি ৪৩ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা। আটক ব্যক্তিরা সোনার বারগুলো বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে, যশোর ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, আটককৃতদের বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ এবং উদ্ধার স্বর্ণ ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
Join millions of players and experience the excitement of our online community! Lucky Cola