ভোক্তা অধিকারের অভিযান চুয়াডাঙ্গায় দু’প্রতিষ্ঠানের জরিমানা

Share Now..

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার জীবননগরে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা জরিমানা করেছে।

অবৈধ প্রসাধনী ও মেয়াদবিহীন পণ্য বিক্রির অভিযোগে আজ সোমবার (২১ নভেম্বর) বেলা ১২টায় উপজেলা শহরের চ্যাংখালী রোড ও বাজার এলাকায় এ অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, জেলার জীবননগর শহরের তরফদার নিউ মার্কেটের মেসার্স গাজী স্টোরে বিক্রয়ের জন্য রাখা প্রচুর মেয়াদ উত্তীর্ণ চকলেট ও অন্যান্য পণ্য জব্দ করা হয়। এছাড়া সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক দামে চিনি বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক আলী আজগরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর ৪০ ও ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেসার্স সাজ ঘর (কসমেটিকস প্রতিষ্ঠান) আমদানিকারকের স্টিকার বিহীন অবৈধ বিদেশি কসমেটিকস, মেয়াদ মুল্য বিহীন নিম্নমানের ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস জব্দ করা হয়। এসব প্রসাধনী বিক্রয়ের অপরাধে ৫১ ও ৩৭ ধারায় মালিক আশরাফুল আলমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

একইসাথে জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ ও অবৈধ পণ্য জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করে দেয়া হয়।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন, জীবননগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমান ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

One thought on “ভোক্তা অধিকারের অভিযান চুয়াডাঙ্গায় দু’প্রতিষ্ঠানের জরিমানা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *