চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি ঝিনাইদহে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বুধবার সকালে ঝিনাইদহ জেলা জাতীয় পার্টি এ কর্মসুচির আয়োজনে করে। এ উপলক্ষ্যে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পায়রা চত্বরে শেষ হয়। পায়রা চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি শেষে এক প্রতিবাদ সমাবেশে জেলা জাতীয় পার্টির সভাপতি রাশেদ মাজমাদার, সাধারন সম্পাদক এমদাদুল হক বাচ্চু, সহ-সভাপতি আব্দুল মালেক, যুগ্ম-সাধারন সম্পাদক ফিরোজ কবির, জাপা নেত্রী মনিকা আলম ও জাপা নেতা আজিজুর রহমান অটো বক্তব্য রাখেন। বক্তারা বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, মিথ্যা ও ভিত্তিহীন মামলা করা হয়েছে। মামলা প্রত্যাহার করা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন তারা।
Join millions of players and experience the excitement of our online community! Lucky Cola