উপনির্বাচনে অনিয়ম: ১৩৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ইসি

Share Now..

গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচনে অনিয়মের ঘটনায় রিটার্নিং কর্মকর্তাসহ ১৩৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে এ ব্যাপারে এক ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এ কথা জানান।
১২৬ জন প্রিজাইডিং কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা, একজন ম্যাজিস্ট্রেট ও ৫জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেবে ইসি। সিইসি বলেন, যে ১২৫টি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা দায়িত্ব পালনে অবহেলা করেছেন সব কর্মকর্তার নামের তালিকা তাদের নিজ নিজ নিয়োগকারী কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। নিয়োগকারী কর্তৃপক্ষ দায়িত্বপালনে অবহেলা তথা অসদাচারণের কারণে তাদের বিরুদ্ধে চাকরি বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নিয়ে কমিশনকে এক মাসের মধ্যে অবহিত করবে।উল্লেখ্য, গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে উপনির্বাচনে ভোট ছিল। অনিয়মের কারণে একপর্যায়ে পুরো ভোট গ্রহণ বন্ধ ঘোষণা করে ইসি।

One thought on “উপনির্বাচনে অনিয়ম: ১৩৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ইসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *