হরিনাকুন্ডুতে মোবাইলের দোকানদারকে কুপিয়ে হত্যা

Share Now..

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদাহের হরিনাকুন্ডু শহরে প্রকাশ্যে হামিদুল ইসলাম জনি (২৮) নামে মোবাইলের দোকানদার খুন হয়েছে। সোমবার বিকালে দোকানের মধ্যে তাকে কুপিয়ে হত্যা করে। জনি হরিণাকুণ্ডুর আদর্শ আন্দুলিয়া গ্রামের আতিয়ার রহমান মুন্সির ছেলে। নিহতর ভাই রনি অভিযোগ করেন কিছুদিন আগে মোবাইল কেনা নিয়ে আদর্শ আন্দুলিয়া গ্রামের জনৈক্য আফজাল হোসেনের ছেলে অপুর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এই ঘটনার জের ধরে তাকে সোমবার বিকাল পৌনে চারটার দিকে নিজ দোকানেই হত্যা করা হয়। অপু ও তার কয়েকজন বন্ধু এই কিলিং মিশনে অংশ নেয় বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘাতক চক্রের সদস্য অপর পিতা আফজাল হোসেন খবরটি নিহতের বাড়িতে পৌঁছে দেয় বলে রনি জানান। খবর পেয়ে তারা হরেনাকুণ্ড শহরে এসে দেখেন হামিদুল ইসলাম জনির রক্তাক্ত মৃতদেহ দোকানের মধ্যে পড়ে আছে। অপু এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করে বলেছেন, সোমবার বিকালে তিনি ওই দোকানে মোবাইল মেরামতের জন্য যান। এ সময় মুখ বাধা ৩-৪ জন যুবক দোকানের মধ্যে প্রবেশ করে জনিকে কুপিয়ে হত্যা করে। তিনি বাধা দেয়ার চেষ্টা করলে ঘাতকরা তার হাতে সুরিকাঘাত করে। অপুকে হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। প্রতিবেশীরা জানিয়েছেন অপু বাড়ি ফেরার পর অসংলগ্ন কথাবার্তা বলছেন। বিষয়টি গ্রামবাসীর কাছেও রহস্যজনক বলে মনে হচ্ছে। এ বিষয়ে হরিনাকুন্ডু থানার ওসি সাইফুল ইসলাম জানিয়েছেন, হরিণাকুন্ডু শহরের প্রিয়নাথ স্কুলের সামনে একটি মার্কেটে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দ্রুতই হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা করছে।

One thought on “হরিনাকুন্ডুতে মোবাইলের দোকানদারকে কুপিয়ে হত্যা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *