অসুস্থ পুতিন সিঁড়ি থেকে পড়ে গেলেন?

Share Now..


একটি টেলিগ্রাম চ্যানেল জানিয়েছে, পুতিন তার সরকারি বাস ভবনে নামতে গিয়ে পড়ে যান। তার টেইলবোনে আঘাত লাগে। রিপোর্টে বলা হয়েছে, অনিচ্ছাকৃতভাবে মূত্রত্যাগও করে ফেলেন তিনি। পুতিনের পেট ও অন্ত্রে ক্যানসার হয়েছে বলেই এরকম হয়েছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। ডয়চে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

যুক্তরাজ্যের টেলিগ্রাম চ্যানেল জানিয়েছে, গত মাসে কিউবার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার সময় তার হাত কাঁপছিল এবং হাতের রং ছিল বেগুনি। তিনি ঠিকভাবে পা-ও ফেলতে পারছিলেন না।
এক সাবেক ব্রিটিশ গুপ্তচর জানিয়েছেন, ৭০ বছর বয়সী রুশ প্রেসিডেন্ট গুরুতর অসুস্থ। ইউক্রেনে যা হচ্ছে, তার সঙ্গে পুতিনের অসুস্থতার যোগ আছে।

পুতিনের ঘনিষ্ঠ এক নেতাও জানিয়েছেন, প্রেসিডেন্ট গুরুতর অসুস্থ। তার ব্লাড ক্যানসার হয়েছে।

তবে পুতিনের গুরুতর অসুখ করেছে বলে পশ্চিমা মিডিয়ার প্রচার বহুদিনের। ২০১৪ সালে পুতিনের মুখপাত্র বিষয়টিকে নিয়ে আমেরিকার তীব্র সমালোচনা করেছিলেন।

One thought on “অসুস্থ পুতিন সিঁড়ি থেকে পড়ে গেলেন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *