রাশিয়ার বিমানঘাঁটিতে বিস্ফোরণের পর ইউক্রেনের শহরে ক্ষেপণাস্ত্র হামলা

Share Now..


ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার চালানো একাধিক ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়াতে কমপক্ষে দুইজন নিহত হয়েছেন। এই হামলায় দেশটির জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, এর কয়েক ঘন্টা আগে রাশিয়ার ভেতরে দুইটি বিমানঘাঁটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে যাতে অন্তত তিন ব্যক্তি নিহত হয়।

ইউক্রেনের রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি কোম্পানি জানিয়েছে, এই হামলায় বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে কোন কোন জায়গায় বিদ্যুৎ নেই। ওডেসায় পানি সরবরাহেও বিঘ্ন ঘটেছে।
জাপোরিঝিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, আবাসিক এলাকার ওপর এই হামলায় অন্তত দুই ব্যক্তি মারা গেছেন। রাজধানী কিয়েভে সম্ভাব্য বিমান হামলার সাইরেন বেজে উঠলে বহু লোক পাতাল রেলের স্টেশনে আশ্রয় নেয়।

One thought on “রাশিয়ার বিমানঘাঁটিতে বিস্ফোরণের পর ইউক্রেনের শহরে ক্ষেপণাস্ত্র হামলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *