কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪

Share Now..


কুমিল্লার মনোহরগঞ্জে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ৩ যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মনোহরগঞ্জ-নাঙ্গলকোট সীমান্তবর্তী এলাকা তুগুরিয়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন মনোহরগঞ্জ উপজেলার উত্তরহাওলা গ্রামের তাবু মিয়ার ছেলে সিএনজি চালক শহীদ উল্লাহ (৪৫), একই গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মাকসুদুর রহমান (৫৫), আবু তাহেরের ছেলে হাবিবুর রহমান (২২), একই উপজেলার ভরনীখণ্ড গ্রামের মৃত আব্দুল হাইয়ের মেয়ে মহিফুল বেগম (৩০)। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঐদিন সকালে মনোহরগঞ্জের মুন্সিরহাট থেকে নাঙ্গলকোটের তুগুরিয়া আসছিলো। সোয়া ১০টায় রেলক্রসিং পারাপারকালে নোয়াখালী থেকে ঢাকাগামী নোয়াখালী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় ট্রেনের ইঞ্জিনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাটি আটকে যায়। প্রায় এক কিলোমিটার দূরে ট্রেনটি থামলে সিএনজিটি সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। লাকসাম রেলওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, মনোহরগঞ্জের মুন্সিরহাটের একটি অটোরিকশা তুগুরিয়া রেলক্রসিং পার হওয়ার সময় নোয়াখালী থেকে ছেড়ে আসা লাকসামগামী নোয়াখালী এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালকসহ চারজন নিহত হন।

One thought on “কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *