ঝিনাইদহে আওয়ামী মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগুন সন্ত্রাস রাজপথে মোকাবেল করা হবে-আব্দুল হাই এমপি
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ সায়ীদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারন সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর, কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টু, মৎস্যজীবীলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডাঃ মমতাজ খানম, সাংগঠনিক সম্পাদক রাইসুল কবির দিপু, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারন সম্পাদক প্রার্থী তানজিলুর রহমানসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবীলীগের জেলা শাখার সদস্য সচিব দেলোয়ার হোসেন মাস্টার। বক্তারা বলেন, নির্বাচন এগিয়ে আসলেই বিএনপি আগুন সন্ত্রাস করে। তাদেরকে রাজপথে থেকে মোকাবেলা করতে হবে। আগামী নির্বাচনের আগেই দলকে সুসংগঠিত করে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে হবে। পরে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবীলীগের ঝিনাইদহ জেলা শাখার কমিটি ঘোষণা করবেন বলে জানান নেতৃবৃন্দ।
Challenge yourself with mind-bending puzzles and epic challenges! Lucky Cola