কোটচাঁদপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
কোটচাঁদপুর সংবাদদাতা
মৌলিক অধিকার এক, মানবাধিকার আরাক। শিক্ষা,খাদ্য,বস্ত্র, চিকিৎসা, বাসস্থান মানুষের মৌলিক অধিকার। ন্যায় বিচারক পাওয়া মানবাধিকার।বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথ কেয়ার সোসাইটি বাংলাদেশ কোটচাঁদপুর উপজেলা শাখা কতৃক আয়োজিত(১০) ডিসেম্বর শনিবার সকালে শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলে কোটচাঁদপুর পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিম। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন দিক প্রদক্ষিণ শেষ মানবাধিকার কার্যালয়ে সংগঠনের উপজেলা সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে ও উপজেলা শাখার দপ্তর সম্পাদক আব্দুল্লাহ বাশারের সঞ্চালনায়। মানবাধিকার দিবসের আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্লাড ব্যংকের প্রতিষ্ঠাতা ঝিনাইদহ কেসি কলেজের প্রভাষক আলমগীর হুসাইন, পৌরসভার প্যানেল মেয়র জাহিদ হোসেন, উপজেলা মানবাধিকার সংগঠনের সাধারণ সম্পাদক এ্যাডঃ আশরাফুল আলম মালিতা,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তানভির জাহান প্রতীক, ব্লাড ব্যংকের পরিচালক আব্দুর সালাম, সহ- সভাপতি আবুল হাসান,প্রচার ও প্রকাশনা সম্পাদক, রোকনুজ্জামান, সদস্য আকিমুল ইসলাম সাজু, সদস্য বুরহানী সুলতান হাসান, পৌর সভাপতি রশিদুল ইসলাম রশিদ,সাধারণ সম্পাদক রমজান আলী,এলাঙ্গী সভাপতি খালেদ সাইফুল্লা, সাফদারপুর সভাপতির মিজানুর রহমান সহ সংগঠনের উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
মানবাধিকার দিবসে বক্তারা মানবাধিকার রক্ষার্থে বিভিন্ন রকম দিক নির্দেশনা প্রদান করেন ও বিভিন্ন সেবা মুলক কর্মকান্ড তুলে ধরেন।
Crush the competition and rise to the top. Lucky Cola