আর্জেন্টিনার ম্যাচ কাভার করতে গিয়ে মারা গেলেন মার্কিন সাংবাদিক

Share Now..


কাতার বিশ্বকাপে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা-নেদারল্যান্ডের ম্যাচ কাভার করার সময় মারা গেছেন মার্কিন সাংবাদিক গ্রান্ট ওয়াল। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াজগতে। গ্রান্ট ওয়ালের এজেন্টের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে শুক্রবার (৯ ডিসেম্বর) ম্যাচের প্রতিবেদন তৈরি নিয়ে ব্যস্ততার মধ্যেই মারা যান ৪৮ বছর বয়সী এই সাংবাদিক।গ্রান্ট ওয়ালের এজেন্ট স্ক্যানলান রয়টার্সকে জানান, ‘কোয়ার্টার ফাইনাল ম্যাচটির অতিরিক্ত সময়ের শুরুর দিকে ওয়াল ‘তীব্র কোনো যন্ত্রণায় ভুগতে শুরু করেন’। প্রেস বক্সেই তার জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছিল, পরে স্ট্রেচারে করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।’গ্রান্ট ওয়ালের মৃত্যুতে শোক জানিয়ে যুক্তরাষ্ট্র সরকার টুইটারে লিখেছে, ‘আমরা গ্রান্ট ওয়ালকে হারিয়েছি, এটি জানার পর যুক্তরাষ্ট্রের পুরো ফুটবল পরিবারের মন ভেঙ্গে গেছে। গ্রান্ট ফুটবলকে তার জীবনের অংশ করে নিয়েছিলেন। তাকে ও তার দীপ্তিমান লেখাগুলো আর পাবো না অনুভব করে বিধ্বস্ত হয়ে পড়েছি আমরা।’

One thought on “আর্জেন্টিনার ম্যাচ কাভার করতে গিয়ে মারা গেলেন মার্কিন সাংবাদিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *