ঝিনাইদহে বিএনপির বিজয় র‌্যালি চাচা ভাতিজার পৃথক কর্মসুচি!

Share Now..


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহ জেলা বিএনপি যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করে। এ উপলক্ষ্যে সংগঠনটি ঝিনাইদ শহরে বিশাল শোডাউন ও র‌্যালির আয়োজন করে। শুক্রবার বেলা ১১টার দিকে দলীয় কার্যালয় থেকে বিজয় র‌্যালি বের হয়। র‌্যালি শেষে মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় তাৎক্ষনিত এক সমাবেশে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এম এ মজিদ, বিএনপি নেতা আক্তারুজ্জামান, জাহিদুজ্জামান মনা, মুন্সি কামাল আজাদ পাননু, আব্দুল মজিদ বিশ^াস, আনোয়ারুল ইসলাম বাদশা, আলমগীর হোসেন আলম, শাহজাহান আলী, সাজেদুর রহমান পাপপু, জিয়াউল ইসলাম ফিরোজ, মাহফুজুর রহমান ইপিআর, এনামুল হক মুকুল, এ্যাডভোকেট শামসুজ্জামান লাকি প্রমুখ। বিএনপির সভাপতি এ্যাডভোকেট এম এ মজিদ তার বক্তৃতায় বলেন, জাগরণের সময় এসেছে। মানুষ এখন শান্তি চাই, গনতন্ত্র চাই। বিএনপির এই বিশাল বিজয় র‌্যালি সেই পরিবর্তনের ইঙ্গিত বহন করে। এদিকে ড্যাবের কেন্দ্রীয় নেতা ডা: ইব্রাহীম রহমান বাবুর নেতৃত্বে বিএনপির অপর একটি র‌্যালি শহর প্রদিক্ষন করে। র‌্যালি শেষে চুয়াডাঙ্গা বাস স্টান্ডের শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। র‌্যালিতে কেন্দ্রীয় বিএনপির সদস্য মীর রবিউল ইসলাম লাভলু, ঝিনাইদহ জেলা বিএনপি’র সাবেক আহবায়ক এ্যাডভোকেট এস.এম মশিয়ুর রহমান, ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা এয়াকুব আলী, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুল আলিম, জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনক, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক শামসুল রহমান, সদর উপজেলা যুবদলের আহবায়ক আশরাফুল ইসলাম আশরাফ, হরিনাকুন্ডু পৌর যুবদলের আহবায়ক হারুন অর রশিদ, ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি এস.এম সমিনুজ্জামান সমিন, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক শোয়াইব রহমান বাপ্পি, ছাত্রদল নেতা আল মামুন, তন্ময় ও কোটচাঁদপুরের শিলু পারভেজ জনি উপস্থিত ছিলেন।

One thought on “ঝিনাইদহে বিএনপির বিজয় র‌্যালি চাচা ভাতিজার পৃথক কর্মসুচি!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *