সৌদিতে বকুলের মৃত্যু লাশের জন্য স্বজনদের আর কত অপেক্ষা ?

Share Now..


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
বকুলের স্বজনদের কান্না থামছে না। চাকরির আশায় সৌদি আরবে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। টাকার অভাবে লাশ আনতে পারছে না তার পরিবার। অভাব অনটন থাকলেও গ্রামে বকুলের ছিল সুখের সংসার। দুই সন্তান আর স্ত্রীকে নিয়ে চলছিল বেশ ভালোই। কিন্তু দালালের খপ্পরে পড়ে সুখ এখন অসুখে পরিণত হয়েছে। স্ত্রী সন্তানদের মুখে হাসি ফোটাতে দালাল ধরে গত ৩১ সেপ্টম্বর সৌদি আরব পাড়ি জমান বকুল। নাম লেখান রেমিটেন্স যোদ্ধার তালিকায়। কাজ না জানার কারণে মালিকের বকাঝকা আর বেতন না পেয়ে হতাশাগ্রস্থ হয়ে হৃদরোগে আক্রান্ত হন। রিয়াদের এক হাসপাতালে নিয়ে যাওয়া হলে গত ২৪ নভেম্বর তিনি মৃত্যু পেয়ালায় চুমুক দিয়ে চিরঘুমে আচ্ছন্ন হন। বকুলের মৃত্যুর পর তার পরিবারের কাছে সঠিক সংবাদটি জানায়নি দালাল চক্র। বকুল ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রামের আব্দুল গফুর মুন্সির ছেলে। বকুলের লাশ এখন রিয়াদের ফ্যামিলি কেয়ার হাসপাতালের হিমঘরে পড়ে আছে বলে তার ছেলে শিমুল জানান। বকুলের স্ত্রী আসমা খাতুন শিউলি ও শ্বাশুড়ি আলেয়া খাতুন অভিযোগ করেন, ডাকবাংলা এলাকার দালাল হাসান ও তার বৈমাত্রিক ভাই সাইফুলকে সাড়ে তিন লাখ টাকা দিয়ে বকুলকে সৌদি আরবে পাঠান। এ জন্য তাদের ঝিনাইদহ প্রবাসি কল্যান ব্যাংক ও এনজিও থেকে ঋন নিতে হয়েছে। সব মিলিয়ে সৌদি যেতে খরচ পড়ে ৫ লাখ টাকা। এখন বকুলের লাশ আনতে তারা আরো দাবী করছে তিন লাখ টাকা। অথচ বকুলের পরিবারের কোন সক্ষমতা নেই। বকুলের দুই ছেলে শিমুল ও নাহিদ বিশ্ববিদ্যালয় ও কলেজে পড়ছেন। তারা পিতার মৃত মুখটা দেখতে উদগ্রীব হয়ে আছে। এদিকে স্বামীকে হারিয়ে দুই সন্তান নিয়ে গভীর পানিতে পড়েছেন বকুলের স্ত্রী আসমা খাতুন শিউলি। স্বামীর লাশ কি ভাবে দেশে আনবেন তা নিয়ে পরিবারটি চিন্তিত। এই শোকের মধ্যেও বকুলের লাশ নিয়ে সৌদি আরবে অবস্থানরত দালাল সাইফুল ব্যাবসা শুরু করেছেন। লাশ দেশে পাঠাতে সেখানে সাহায্য তুলে পকেটস্থ করছে বলে পরিবারটির কাছে অভিযোগ আসছে। বিষয়টি নিয়ে সাধুহাটী ইউনিয়নের চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন জানান, বকুলের মৃত্যুর খবর শুনেছি। আমরা চেষ্টা করছি দ্রুত যাতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এদিকে বকুলের পরিবার সৌদি ও বাংলাদেশ সরকারের কাছে এ বিষয়ে সহায়তা কামনা করেছেন। বকুলের পরিবারের সঙ্গে যোগাযোগঃ ০১৭৯৪-০৮৭২১৮।

One thought on “সৌদিতে বকুলের মৃত্যু লাশের জন্য স্বজনদের আর কত অপেক্ষা ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *