২৪ ঘন্টায় ৩ জন ঝিনাইদহে বাসের ধাক্কায় ব্র্যাক ব্যাংকের নিরাপত্তা কর্মী নিহত
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহে বাসের ধাক্কায় রকিবুল ইসলাম (৫৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সামনে এ দুর্ঘটনা ঘটে। ব্র্যাক ব্যাংকের নিরাপত্তা প্রহরী নিহত রকিবুল ইসলাম শৈলকুপা উপজেলার মহব্বতপুর গ্রামের মৃত আব্দুল লতিফ মোল্লার ছেলে। এই নিয়ে গত ২৪ ঘন্টায় ঝিনাইদহে তিনজন নিহত হলেন। পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সুত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ডিউটি শেষ করে বাইসাইকেল যোগে শহর থেকে গ্রামে ফিরছিলেন রকিবুল। তিনি ঝিনাইদহ শহরের ক্যাডেট কলেজের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা গড়াই পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিসি গুরুতর আহত হন। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তৌফিক হাসান বলেন, রকিবুল ইসলাম হাসপাতালে আসার আগেই মারা গেছে। ঝিনাইদহ হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। বাসটি আটক করা সম্ভব হয়নি। উল্লেখ্য রোববার সন্ধ্যার দিকে ঝিনাইদহ-ঢাকা মহাসড়কের বাদামতলা নামক স্থানে আনন্দ বিশ^াস (৪২) নামে মাগুরা সদর উপজেলার কালিনগর গ্রামের নিরাপদ বিশ^াসের ছেলে ও সোমবার ভোরে কালীগঞ্জ-গান্না সড়কের আলাইপুর এলাকায় কাঁদিরকোল গ্রামের শাহাজান আলীর ছেলে নুর ইসলাম (৩৫) নামে এক যবক নিহত হন।
Crush the competition and rise to the top. Lucky Cola