ঝিনাইদহে মানব পাচার প্রতিরোধে উদ্ধুকরন সভা
ঝিনাইদহঃ
ঝিনাইদহে জেলা পর্যায়ে মানব পাচার প্রতিরোধে উদ্ধুকরন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ওয়েল ফেয়ার এফোটস (ইউ) এর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা ইউএনওডিসি ও রাইটস যশোরের আয়োজনে মানব পাচারের শিকার ভিকটিমদের আর্থ সামাজিক সুরক্ষা শীর্ষক প্রকল্পের আওতায় উদ্ধুকরন সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমেনা খাতুন কলেজের সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু। প্রধান অতিথি হিসেবে ছিলেন ঝিনাইদহ জেলা মহিলা বষয়ক অধিদপ্তরের উপপরিচালক নিলুফার রহমান। এছাড়া বিশেষ অতিথি ছিলেন ওয়েল ফেয়ার এফোটস (ইউ) পরিচালক শরিফা খাতুন। এসময় আরো উপস্থিত ছিলেন, রাইটস যশোরের প্রজেক্ট অফিসার প্রনব ধর, প্রজেক্ট কাউন্সিলর আবু সাইদসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, ইউপি সদস্য, উন্নয়ন কর্মীসহ বিভিন্ন পেশার মানুষ। রাইটস যশোর বিগত তিন দশক ধরে সুনামের সাথে দেশের মানুষের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নিরাপদ অভিবাসন সুনিশ্চিতকরণ ও মানব পাচার প্রতিরোধে প্রতিষ্ঠানটি নানামুখি কর্মসূচি বাস্তবায়ন করছে। বাংলাদেশে মানব পাচার প্রতিরোধে প্রাতিষ্ঠানিক প্রতিক্রিয়া বৃদ্ধির লক্ষ্যে এই প্রকল্পের উদ্যোগ নেওয়া। বাংলাদেশে থেকে বিদেশ যেতে ইচ্ছুক ব্যক্তিদের নিরাপদ অভিবাসন এবং মানব পাচার সম্পর্কিত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা যাতে তারা নিরাপদ অভিবাসনে ধাপগুলো মেনে বিদেশে নিরাপদে যেতে পারে।
Dominate the game with strategic moves and lightning reflexes Lucky Cola