কোটচাঁদপুরে হাজী আমলানেছা বিবি ওয়াকফ এস্টেট উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
কোটচাঁদপুর সংবাদদাতা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ওয়াকফ প্রশাসন কতৃক নিয়ন্ত্রিত “মানবতার সেবায় নিয়োজিত” হাজী আমলানেছা বিবি ওয়াকফ এস্টেট উদ্যোগে এতিম অসহায় দুস্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে সলেমাপুর খোন্দকার পাড়া হাজী আমলানেছা বিবি ওয়াকফ এস্টেট জামেমসজিদ প্রাঙ্গনে শীতবস্ত্র বিতরণ। করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াকফ এস্টেট মোতাওয়াল্লী খোন্দকার ইমরান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের ওয়াকফ পরিদর্শক মোঃ নুরুজ্জামান, পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান বুলবুল, জামেমসজিদের খতিব মোঃ ফরহাদ হোসাইন, ইমাম মোঃ ফয়সাল আহমেদ, খোন্দকার মিলন,খোন্দকার জুয়েল খোন্দকার রুবেল সহ পরিবারের সদস্য ও এলাকায় গন্য মান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন। সে সময় কোটচাঁদপুর ইসলামি সংস্কৃতিক কেন্দ্র এতিমখানা ও হাফেজি মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকায় অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
Dominate the game with strategic moves and lightning reflexes Lucky Cola