কয়রায় মোটর সাইকেল চোর আটক।
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ
খুলনার কয়রা সদরের আশা এনজিওর
অফিস থেকে মোটর সাইকেল চুরি করে নিয়ে পালালোর সময়
আইনুল হক শেখ (২৭) নামের এক মোটর সাইকেল চোর চক্রের সক্রীয়
সদস্যকে আটক করেছে কয়রা থানা পুলিশ। আটক মোটরসাইকেল
চোর আইনুল হক বটিয়াঘাটা উপজেলার রামভদ্রপুর গ্রামের
আলমগীর শেখের পুত্র। গত রবিবার সন্ধা ৭ টার দিকে তাকে আটক
করা হয়। কয়রা উপজেলার আশা ব্রাঞ্চের ম্যানেজার শংকর কুমার
বিশ্বাস বলেন, রবিবর দুপুর ১২ টার দিকে তিনি তার অফিসের
পাশে ডিসকভার ১০০ সিসি মডেলের মোটর সাইকেলটি রেখে
অফিসে যান। সেখান থেকে ৫ মিনিট পর মোটর সাইকেলের পাশে
এসে দেখেন তার মোটর সাইকেলটি সেখানে নেই। তাৎক্ষনিক
তিনি বিষয়টি কয়রা থানা পুলিশকে জানায়। পরে থানা পুলিশ
বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কয়রা সেতুর টোলঘর এলাকা
থেকে মোটর সাইকেল সহ তাকে আটক করে। কয়রা থানার অফিসার
ইনচার্জ এবিএমএস দোহা ( বিপিএম) বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Crush the competition and rise to the top. Lucky Cola