ঝিনাইদহে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আব্দুল হাই এমপি “যারা উন্নয়নে বিশ্বাসী নয় তারাই জ্বালাও পোড়াও করে”

Share Now..


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহে নানা কর্মসূচীর মধ্য দিয়ে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঝিনাইদহ জেলা ছাত্রলীগ বুধবার সকালে সরকারি কেসি কলেজ থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা আসনের সংসদ সদস্য আব্দুল হাই, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক এম আব্দুল হাকিম আহমেদ, সাবেক দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদ, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সম্পাদক খায়রুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাকিল আহম্মেদ, সাবেক সভাপতি রানা হামিদ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধান করেন জেলা ছাত্রলীগের সভাপতি সজিব হোসেন ও সাধারণ সম্পাদক আল ইমরান। আলোচনা সভা শেষে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়। প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য আব্দুল হাই বলেন, বাংলাদেশের উন্নয়নে সরকার যে চমক দেখিয়েছে তা মানুষ আজীবন মনে রাখবেন। তিনি বলেন, যারা উন্নয়নে বিশে^াসী নয়, তারাই দেশে জ¦ালাও পোড়াও করে অস্থিতিশীল করার চেষ্টা করছে। প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে আনুষ্ঠানিকভাবে ছাত্রলীগের যাত্রা শুরু হয়। ঐদিন তৎকালীন তরুণ নেতা শেখ মুজিবের প্রেরণা ও পৃষ্ঠপোষকতায় একঝাঁক মেধাবী তরুণের উদ্যোগে সেদিন যাত্রা শুরু করে ছাত্রলীগ। আজ ৭৫ বছরে ছাত্রলীগের ইতিহাসে অর্জন হচ্ছে জাতির ভাষার অধিকার প্রতিষ্ঠা, মুক্তির স্বপ্ন বাস্তবায়ন, স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনা, গণতন্ত্র প্রগতির সংগ্রামকে বাস্তবে রূপদানের ইতিহাস। তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকেই প্রতিটি গণতান্ত্রিক ও প্রগতিশীল সংগ্রামে ছাত্রলীগ নেতৃত্ব দিয়েছে এবং চরম আত্মত্যাগের মাধ্যমে বিজয় ছিনিয়ে এনেছে।

One thought on “ঝিনাইদহে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আব্দুল হাই এমপি “যারা উন্নয়নে বিশ্বাসী নয় তারাই জ্বালাও পোড়াও করে”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *