ফুরফুরা শরীফের পীর ন’হুজুর কেবলার আজ ৪২তম ওফাত দিবস
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
উপমহাদেশের প্রখ্যাত পীর মুজাদ্দিদে জামান হযরত মাওলানা শাহ সূফী আবু বকর সিদ্দিকী (রহঃ) এঁর নোয়া সাহেবজাদা ফুরফুরা শরীফের পীর এ কামেল, মাদারজাদ ওলি, গাওসুল ওয়াক্ত হজরত মওলানা শাহ সুফী নাজমুস সায়াদাত সিদ্দিকী (রহঃ) এঁর ৪২তম ওফাত দিবস আজ শনিবার। এই উপমহাদেশে তিনি ন’হুজুর পীর কেবলা নামে সমধিক পরিচিত। ধর্মীয় ভাব গাম্ভির্য্যরে মধ্য দিয়ে দিবসটি পালনে এপার বাংলা ওপার বাংলায় বিস্তারিত কর্মসুচির আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ায় সায়াদাতিয়া খানকাহ শরীফে শনিবার সন্ধ্যায় সওয়াব রেসানী, মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শহরে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বতরণ করা হয়। এদিকে রাজধানী ঢাকার শাহজাদপুর ট্রাফিক্যাল হাইওয়ে হোমস সায়াদাতিয়া খানকাহ শরীফ ও খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে ন’হুজুর কেবলার ওফাত দিবসটি ধর্মীয় ভাবগাম্ভির্য্য পরিবেশের মধ্য দিয়ে পালিত হবে। ১৯৮২ সালের এই দিনে ন’হুজুর কেবলা (রহঃ) ভক্ত আশেকানদের কাঁদিয়ে ওফাত লাভ করেন। দিবসটি পালনে প্রতিবছরই এপার বাংলা ও ওপার বাংলায় বিস্তারিত কর্মসুচি গ্রহন করা হয়। ভারতের হুগলী জেলার ফুরফুরা দারবার শরীফে ন’হুজুর কেবলার ওফাত দিবসটি পালনে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ন’হুজুর পীর কেবলার পৌত্র পীর এ কামেল আল্লামা হযরত বাকী বিল্লাহ (রহ:) এঁর একমাত্র সাহেবজাদা জমিয়তে জাকেরিণের মুখ্য নির্দেশক মওলানা মোহাঃ আল্লামা জাবিহ্হুল্লাহ (মাদ্দঃ) সিদ্দিক ন’হুজুর কেবলার ওফাত দিবস উপলক্ষ্যে আয়োজিত সওয়াব রেসানী, মিলাদ এবং দোয়ার মাহফিল শরীক হয়ে মুরীদ ও ভক্ত আশেকানদের অশেষ নেকী হাসিল করার জন্য আহবান জানান।
Ready for nonstop action? Play the hottest games online Lucky Cola