শৈলকুপায় নতুন শিক্ষাক্রমে শিক্ষক প্রশিক্ষণ শুরু

Share Now..

(ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় মাধ্যমিক শিক্ষকদের পাঁচ দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল ৯টায় সরকারি ডিগ্রি কলেজে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম হাকিম আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী।এ সময় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামিম খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মতিউর রহমান,জেলা শিক্ষা অফিসের সহ: পরিদর্শক ফয়সানুল কবির উপস্থিত ছিলেন।
আগামী শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রমে পড়াশোনা শুরু করতে যাচ্ছে শিক্ষা প্রশাসন। ‘জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ প্রশিক্ষণ’ নামের ওই প্রশিক্ষণে উপজেলার ৭২৯ জন শিক্ষককে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। ৫ দিনের এই প্রশিক্ষণে শিক্ষকদের নতুন শিক্ষাক্রমে কী কী থাকছে, কী কী করতে হবে এবং মূল্যায়ন পদ্ধতি কিরকম হবে- এই তিনটি বিষয় বুঝিয়ে দেয়া হবে।এ প্রশিক্ষণে শিক্ষকরা আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের পাঠদান করবেন এবং তাদের মন থেকে পরীক্ষা ভীতি দুর হবে বলে প্রশিক্ষকরা জানান।

One thought on “শৈলকুপায় নতুন শিক্ষাক্রমে শিক্ষক প্রশিক্ষণ শুরু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *