ইন্দো-প্যাসিফিক কৌশল ও নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ-মার্কিন আলোচনা
যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ডিরেক্টর ও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল রিয়ার অ্যাডমিরাল আইলিন লাউবাচার ঢাকায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ নিয়ে আলোচনা করেছেন। সোমবার (৯ জানুয়ারি) অনুষ্ঠিত এ বৈঠকে ইন্দো-প্যাসিফিক কৌশল ও নিরাপত্তা ইস্যুতে আলোচনা হয়েছে।মঙ্গলবার (১০ জানুয়ারি) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমওএফএ) এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, মাসুদ বিন মোমেন ও আইলিন লাউবাচার প্রতিরক্ষা সহযোগিতা, ইন্দো-প্যাসিফিক কৌশল, সামুদ্রিক নিরাপত্তা ও নিরাপত্তা, আইন প্রয়োগকারী সংস্থার সক্ষমতা শক্তিশালীকরণ এবং সাইবার নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন।
এই সিনিয়র মার্কিন কর্মকর্তা এক মিলিয়নেরও বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করেন। তারা রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের মানবিক সহায়তা নিয়ে আলোচনা করেছেন।
এছারা পররাষ্ট্র সচিব রোহিঙ্গা জনসংখ্যা সংক্রান্ত জাতিসংঘে প্রস্তাবগুলোকে সমর্থন করার জন্য এবং গণহত্যাকে স্বীকৃতি দেওয়ার জন্য মার্কিন সরকারের প্রশংসা করেন।
এক রিপোর্টে জানানো হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট (জিএসওএমআইএ) এবং অধিগ্রহণ ক্রস-সার্ভিসিং এগ্রিমেন্ট (এসিএসএ) দুইটি প্রস্তাবিত চুক্তি সম্পর্কে জানতে চেয়েছেন অ্যাডমিরাল আইলিন লাউবাচার। জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, ‘আমাদের প্রধান ফোকাস জনগণের কল্যাণ। কিন্তু আমাদের অর্থনৈতিক উন্নয়ন রক্ষার জন্য নিরাপত্তাও অপরিহার্য।’
Ready for nonstop action? Play the hottest games online Lucky Cola