ব্যাংকের ভেতর দুই নিরাপত্তা প্রহরীর লাশ

Share Now..


নরসিংদীর রায়পুরা উপজেলার অগ্রণী ব্যাংক রাধাগঞ্জ শাখায় নিরাপত্তার দায়িত্বরত ২ জন আনসার সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নে অবস্থিত অগ্রণী ব্যাংক রাধাগঞ্জ বাজারে ঘটনাটি ঘটে।

মৃতরা হলেন, অগ্রণী ব্যাংক রাধাগঞ্জ শাখায় কর্মরত আনসার সদস্য রঞ্জু মিয়া ওরফে রঞ্জন (৩৫) ও তৌহিদুল আলম (২৪)। রঞ্জুর গ্রামের বাড়ি টাঙ্গাইলে এবং তৌহিদুলের গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙা উপজেলায়।স্থানীয়রা ও ব্যাংক কর্তৃপক্ষ খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ঘটনাটি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ।

অগ্রণী ব্যাংক নরসিংদী আঞ্চলিক শাখার জিএম হাসিবুল হোসেন শান্ত সাংবাদিকদের জানান, ব্যাংকের সবকিছু ঠিকঠাক রয়েছে। ব্যাংকে কোনো ধরনের ক্ষয়-ক্ষতি হয়নি। রঞ্জু এক বছরের অধিক সময় ধরে ব্যাংকটিতে কর্মরত ছিলো। তৌহিদ প্রায় ৬ মাস ধরে ব্যাংকটিতে কাজ করছে বলে জানান এ কর্মকর্তা।

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে জেলার পুলিশ, ডিবি, সিআইডিসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছে। আশা করছি, দ্রুত আসল ঘটনা জানা যাবে।
আদিয়াবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. সেলিম মিয়া জানান, ব্যাংকটিতে আনসার সদস্য ২ জন এক সঙ্গেই ব্যাংকের গোডাউনের থাকতো। ধারণা করা হচ্ছে, তাদের খাবারে কোনো সমস্যা ছিলো। বৈদ্যুতিক শক, ডেট ওভার কিংবা খাবারে কোনো বিষক্রিয়ার ফলে ঘটনা ঘটতে পারে। পুলিশি তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম বলেন, এই মুহূর্তে আপনাদেরকে বলার মতো কিছু নেই। তদন্ত চলমান রয়েছে। আমরা সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *