পরেরবার সরাসরি জাহাজে বোমা ফেলার হুমকি রাশিয়ার
ক্রিমিয়া উপকূলের কৃষ্ণসাগরে ফের কোনো উত্তেজনা সৃষ্টি করলে সরাসরি ব্রিটিশ জাহাজে বোমা ফেলার হুমকি দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (২৪ জুন) এ হুমকি দেওয়া হয়েছে বলে উল্লেখ করেছে বার্তাসংস্থা রয়টার্স। ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে রাশিয়া। তবে এই অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেয়নি বিশ্ব।
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস দাবি করেছেন, রয়্যাল নেভি আন্তর্জাতিক আইন মেনে চলবে এবং যুদ্ধজাহাজের চলাচলও অব্যাহত রাখবে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার দাবি করে, ব্রিটিশ ডেস্ট্রয়ার এইচএমএস ডিফেন্ডার সীমা পেরিয়ে তিন কিলোমিটার ভেতরে প্রবেশ করেছিল। রুশ জলসীমা লঙ্ঘন করলে অস্ত্র ব্যবহার করা হবে বলে প্রাথমিক হুঁশিয়ারি দেওয়া হয়।
রাশিয়া বলছে, তাদের একটি পেট্রোল জাহাজ এইচএমএস ডিফেন্ডারের দিকে গুলি ছুঁড়ে সতর্ক করে এবং একটি এসইউ-২৪ যুদ্ধবিমান সেটির গতিপথ বরাবর চারটি বোমা নিক্ষেপ করে। এতে বাধ্য হয়ে ব্রিটিশ যুদ্ধজাহাজটি বিপরীত দিকে মোড় নেয়। তবে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় রাশিয়ার এসব দাবি মিথ্যা বলে জানিয়েছে।
Game like a pro and lead your team to glory Lucky Cola