রামপাল বিদ্যুৎকেন্দ্রের চুরি হওয়া মেশিন উদ্ধার, আটক ৪

Share Now..


বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক ভারত-বাংলাদেশ মৈত্রী তাপ বিদ্যুৎকেন্দ্র থেকে চুরি হওয়া অর্ধকোটি টাকা মূল্যের কয়লা পরীক্ষার গ্রেডিং মেশিন উদ্ধার করা হয়েছে। আটক করা ৪ চোরের দেওয়া তথ্যের ভিত্তিতে বহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঢাকার যাত্রাবাড়ী থেকে মেশিনটি উদ্ধার করেছে পুলিশ।আটককৃতরা হলেন, পিরোজপুর সদর উপজেলার নরখালি গ্রামের নূরুল আলম শেখের ছেলে রাব্বি ইসলাম ওরফে গোলাম রাব্বি (২৪), বাগেরহাটের ফকিরহাট উপজেলার খাজুরা গ্রামের শামসুল আলমের ছেলে আবুল কারিম (২৭), রামপাল উপজেলার চিত্রা গ্রামের প্রকাশ চন্দ্র শীলের ছেলে কার্তিক শীল (২৫) ও একই উপজেলার বর্ণী গ্রামের বাচ্চু শেখের ছেলে বাদশা শেখ (২৩)।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সামসুদ্দিন জানান, গত ১৫ জানুয়ারি দিবাগত রাতে বিদ্যুৎকেন্দ্রের তালাবদ্ধ রুম থেকে অর্ধকোটি টাকা মূল্যের কয়লা পরীক্ষার গ্রেডিং মেশিন চুরি হয়। এ ঘটনার পর বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক (সিকিউরিটি ও প্রশাসন) মো. অলিউল্লাহ বাদী হয়ে ১৬ জানুয়ারি রামপাল থানায় মামলা দায়ের করেন। মামলার পর বিষয়টি নিয়ে পুলিশ তদন্তে নামে।

ওসি আরও বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রামপাল বিদ্যুৎকেন্দ্র এলাকা থেকে রাব্বি ইসলাম ওরফে গোলাম রাব্বি, আবুল কারিম, কার্তিক শীল ও বাদশা শেখ নামে চারজনকে আটক করা হয়। তাদের থানায় এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে মেশিন চুরির বিষয়টি স্বীকার করেন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার যাত্রাবাড়ী থেকে চুরি হওয়া মেশিনটি উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *