যশোরের মোস্তফা মোবাইল পার্টস হাউজে’র গোলাম মোস্তফা আর নেই
এস আর নিরব, যশোরঃ
যশোরের এম.কে রোডের সুনামধন্য প্রতিষ্ঠান মোস্তাফা মোবাইল পার্টস হাউজের মালিক গোলাম মোস্তফা আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ ভোর পাঁচটায় গ্রামের বাড়ি ব্রাম্মনবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফুলপুর গ্রামের নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আজ নিজ এলাকায় জানাজা শেষে আসরবাদ তার দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন তার ছোট ভাই মোহাম্মদ রাসেল। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে , মাসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।
তার ভাই রাসেল জানান, গোলাম মোস্তফার লিভারের সমস্যা ছিলো। তার নিয়মিত চিকিৎসা চলছিলো। এরমাঝে গত চার মাস আগে অবস্থা ভয়াভয় রুপ ধারন করে। পরে ভারতের কয়েকদিন চিকিৎসা নেয়ার পর থেকে তাকে দেশে ফেরত পাঠায়। এরপর নিজ গ্রামেই চিকিৎসাধীন ছিলেন তিনি। সোমবার রাত ১২টার পর থেকে শরীরের অবস্থা আরও খারাপ থাকে। ফজরের আজানের পর তিনি মারা যান। তিনি আরও বলেন, ৩০ বছর আগে তার বাবা মারা যান। এরপর বড় ভাই মোস্তাফা তাদের তিনভাই ও এক বোনকে লালন পালনের দায়িত্ব নেন। তিনি মোস্তাফার রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
উল্লেখ্য, গোলাম মোস্তফা ছিলেন সদা হাস্যজ্বল, সদালাপী, মিষ্টি ভাষী, সাদা মনের মানুষ ছিলেন । সকল ব্যবসায়ীদের সাথে সুসম্পর্ক রেখে চলতেন তিনি এবং কারো সাথে কখনো নেতিবাচক আচরণ করতেন না এবং অসহায় মানুষদের সহযোগিতা প্রদানে সর্বদা এগিয়ে আসতেন। তিনি ব্যবসায়ীদের কাছে অতিপ্রিয় একজন মানুষ ছিলেন।