যুবলীগ নেতা হত্যা মামলায় আ’লীগ নেতা কারাগারে

Share Now..


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহের সদর উপজেলার গান্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছে ঝিনাইদহ অতিরিক্ত জেলা জজ প্রথম আদালত। বৃহস্পতিবার আদালতে হাজির হলে ঝিনাইদহ অতিরিক্ত জেলা জজ প্রথম আদালতের ভারপ্রাপ্ত বিচারক আয়শা আক্তার সুমি এই নির্দেশ দেন। ইউনিয়ন যুবলীগ নেতা জাকির হোসেন শান্তি হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিনে ছিলেন তিনি। ২০০৯ সালে নিহত শান্তির শ্বশুর সিরাজুল ইসলাম মালিথা বাদি হয়ে ঝিনাইদহ সদর থানায় হত্যা মামলাটি করেন। এর আগে হাইকোর্টের একটি বেঞ্চ চেয়ারম্যান নাসির উদ্দিন মালিথার জামিন বাতিল করে ২ সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমাপর্ণের নির্দেশ দেন। নাসির উদ্দিন মালিথা গান্না ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক জাকির হোসেন শান্তি হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামি। ২০১০ সালের ২৪ অক্টোবর পুলিশ আদালতে চার্জশীট জমা দিলে তাকে ৯ নং আসামি হিসাবে দেখানো হয়। এর আগে ম্যাজিস্ট্রেটের সামনে ১৬৪ ধারায় জবানবন্দিতে আসামীরা নাসির উদ্দিন মালিথার হত্যার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেন। হত্যা মামলার পর ২০২১ সালের পহেলা ফেব্রয়ারি পর্যন্ত কৌশলে আদালতের ১২টি ওয়ারেন্ট গোপন করে নৌকার টিকেটে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। নাসির উদ্দিন মালিথা কোটচাঁদপুর উপজেলার তালিনা গ্রামের মৃত শহর আলী মালিথার ছেলে।

One thought on “যুবলীগ নেতা হত্যা মামলায় আ’লীগ নেতা কারাগারে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *