মহেশপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে স্বামী
মহেশপুর প্রতিনিধিঃ
মহামারী করোনার মধ্যেও থেকে নেই যৌতুক লোভী স্বামীর নির্যাতন। বাবার বাড়ী থেকে যৌতুকের টাকা এনে দিতে না পারায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভাটামতলা গ্রামের যৌতুক লোভী স্বামী সাগর হোসেন তার স্ত্রী এক সন্তানের জননী শিখা খাতুনকে (২০) পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১১টার দিকে মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের ভাটামতলা গ্রামে।
আহত শিখা খাতুন জানান, তিন বছর পুর্বে আমার বাবা দুই লাখ টাকার দেন মহর ধার্য্য করে ফতেপুর ইউনিয়নের ভাটামতলা গ্রামের ইনামুল ইসলামের ছেলে সাগর হোসেনের সাথে বিবাহ হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় আমাকে মারপিট করে আসছিলো।
তিনি আরো জানান, শুক্রবার দুপুরেও আমাকে আমার অসহায় বাবার কাছ থেকে টাকা এনে দেওয়ার জন্য মারপিট শুরু করে।
এঘটনায় আহত শিখা খাতুনের বাবা শরিফুল ইসলাম বাদি হয়ে সাগর,সাগরের বাবা ইনামুল ইসলাম ও রাজুকে আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তদন্ত করে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।
The gaming world is yours – are you ready to take it Lucky Cola