ইবি উপাচার্যের পিএসকে অব্যাহতি, উপাচার্যের ঢাকায় পাড়ি

Share Now..

ইবি প্রতিনিধি ||

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্যের একান্ত সচিব (পিএস) আয়ূব আলীর অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসান।

বুধবার রাতে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম অব্যাহতি আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান সাংবাদিকদের বলেন, ‘ভিসি স্যার বুধবার রাতে আমাকে ডেকেছিলেন। কিন্তু শরীর খারাপ থাকায় যেতে পারিনি। তাই বৃহস্পতিবার সকালে এসে অব্যাহতির আদেশপত্র প্রস্তুত করেছি। এখানে ভিসি স্যার শুধু তাকে অব্যাহত দেওয়ার কথা বলেছেন। কোন কারণ জানাননি।’

এদিকে বৃহস্পতিবার সকাল আটটায় উপাচার্য সপরিবারে তার বাংলো ত্যাগ করেছেন বলে জানা গেছে। এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ‘ভিসি স্যার ঢাকা গেছেন। ৩ মার্চ বা ৪ মার্চ পর্যন্ত ছুটিতে থাকবেন।’

সূত্র জানিয়েছে, এর আগে পিএস আয়ূব আলীর বিরুদ্ধে আন্দোলন করেছিলেন ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা। তখন তার কার্যালয় ভাঙচুর ও মারধরও করেছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা। তখন আয়ূবকে পদ থেকে সরানো হয়নি। তবে গত বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত উপাচার্যের ‘কণ্ঠ সদৃশ’ মোট আটটি অডিও ফাঁসের ঘটনায় তাকে অব্যাহতি দিয়েছেন উপাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *