ঝিকরগাছায় হাতে কলমে শিক্ষা অর্জনে ব্যতিক্রম পিঠা উৎসব

Share Now..

ঝিকরগাছা : যশোরের ঐহিত্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের হাতে কলমে শিক্ষা অর্জনে শিক্ষকদের সহযোগিতায় ব্যতিক্রম পিঠা উৎসবের আয়োজন করেছে শিক্ষার্থীরা। শিক্ষাক্রম রূপরেখা-২০২১ এর ধারাবাহিকতায় টিজি (শিক্ষক গাইড) এর ভিত্তিতে বাঙ্গালীর ঐতিহ্যকে ধরে রাখতে বৃহস্পতিবার (২মার্চ) সকাল ১০টায় স্কুলের ৬ষ্ঠ শ্রেণির এ-২ শাখার শিক্ষার্থীদের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ। তিনি তার বক্তব্যে বলেন, আমরা বাঙ্গালী। আর আমরা আমাদের সমাজে অনেকেই পুরাতন ঐতিহ্যকে ভুলে যেতে বসেছি। আর সেই পুরাতন ঐতিহ্যকে ফুটিয়ে তোলার জন্য শিক্ষার্থীরা শিক্ষকদের সহযোগিতায় এই কার্যক্রমে সত্যিই আমি মুগ্ধ। তাদের প্রতিটা পদক্ষেপে ছিল দেখার মতন। তারা আমাকে দাওয়াতপত্র দিয়ে দাওয়াত দিয়েছিলো। কোমলমতি শিক্ষার্থীদের এমন আয়োজনে আমি তাদের সবাইকে অনেক অনেক স্বাধুবাদ জানাই।
এসময় উপস্থিত ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক এএফএস সাজ্জাদুল আলম, সহকারি শিক্ষক সানজিদা আখতার, সবনাম পারভিন, কামরুন নাহার, ঝিকরগাছা প্রেসক্লাবের সদস্য এমআর মাসুদ, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ সহ আরো অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন, শিক্ষার্থী নাছিউজ্জামান ও সিনহা। উল্লেখ্য, অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীরা দশ প্রকার পিঠা তৈরী করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *