কী আছে প্রিয়াঙ্কা-নিকের ১৭০ কোটি টাকার বাড়িতে
প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী আমেরিকান পপ তারকা নিক জোনাস। ২০১৮ সালের ডিসেম্বরে তাদের বিয়ে হয়। ভারতে জোধপুরের উমেদ ভবনে বসেছিল নিক-প্রিয়াঙ্কার বিয়ের আসর। বিয়ের কিছু দিন পরেই প্রিয়াঙ্কা বলেছিলেন, তার মাথায় আপাতত দু’টি পরিকল্পনা রয়েছে। প্রথমে নিজেদের জন্য একটি সুন্দর বাড়ি কেনা। আর তার পর মা হওয়া। ঠিক এক বছর পরে ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যেই পছন্দের বাড়ি খুঁজে পান এই তারকা জুটি। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের এনসিনোয় একটি আধুনিক ও বিলাসবহুল বাংলোয় সংসার পেতেছেন দু’জনে।
হলিউডের খাস পাড়া লস অ্যাঞ্জেলসে বাড়ি প্রিয়াঙ্কা চোপড়ার। বাড়িটির দাম নাকি ২ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রা হিসেবে যার মূল্য প্রায় ১৭০ কোটি টাকা।
এনসিনোর এই বাড়িটি দিগন্ত রেখা দেখার জন্য আদর্শ। বাড়ির পিছন দিকে সবুজে মোড়া অনেকখানি জায়গা। যেখান থেকে গোটা লস অ্যাঞ্জেলস শহরটাকে দেখা যায়।ভারতীয় একটি গণমাধ্যমে প্রিয়াঙ্কা বলেছিলেন, তার বাড়িতে ৭টি শোওয়ার ঘর এবং ১১টি স্নানের ঘর আছে। এ ছাড়া বাড়ির পিছনে বাগান লাগোয়া একটি সুইমিং পুলও রয়েছে। নাম ইনফিনিটি পুল। কাছের মানুষের সঙ্গে একান্তে থাকার আদর্শ জায়গা, সন্দেহ নেই। প্রিয়াঙ্কাদের সঙ্গে অবশ্য থাকে তাঁদের আদরের দুই সারমেয়ও ডায়না এবং জিনো।গোটা বাড়ির দেওয়াল দুধ সাদা নয়তো হালকা ক্রিম রঙের। বসার ঘরে তার সঙ্গে মেলানো ক্রিম রঙেরই সোফা। সঙ্গে কাঠের কফি টেবিল। পাথুরে দেওয়াল। আর হালকা হলুদ আলো। বিশাল বড় বসার ঘরটি প্রিয়াঙ্কার পছন্দের অবসর কাটানোর জায়গা। কিছু দিন আগে ঘের এক কোণে সোফায় বসে পপকর্ন খাওয়ার ছবি দিয়েছিলেন। পিছনে ছিল একটি পুরনো ফায়ারপ্লেস। আর কোলে ছিল ডায়না। বাড়ির পিছনের সুইমিং পুলটির পাশেও দিনের অনেকটা সময় কাটে প্রিয়ঙ্কার। পুলে শরীর ডুবিয়ে পানীয়ের গ্লাস হাতে লস অ্যাঞ্জেলসকে পিছনে রেখে প্রিয়ঙ্কার অনেক ছবি আছে নেটমাধ্যমে।