যশোরে ডিবি পুলিশের অভিযানে ৬টি ইজিবাইক ও ১টি প্রাইভেটসহ আটক ২

Share Now..

এস আর নিরব, যশোরঃ
যশোরে ইজিবাইক চুরি-ছিনতাই চক্রের ২ সদস্য গ্রেফতার সহ তাদের জিম্মা থেকে চোরাইকৃত ৬ টি ইজিবাইকসহ আসামীদের ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে ডিবির তরফ থেকে এ তথ্যটি নিশ্চিত করা হয়।

আটককৃত আসামীরা হলো, সদরের রামনগর ধোপাপাড়া গ্রামের ইমান আলী সরদারের ছেলে রায়হান (২০) এবং খুলনা ডুমুরিয়ার সাহিদুল সরদারের ছেলে সাদ্দাম সরদার (২৭)।

এ বিষয়ে ডিবির ওসি ডিবি রুপন কুমার সরকার জানান, যশোর শহর ও আশপাশ এলাকা থেকে একাধিক ইজিবাইক চুরি ও ছিনতাইয়ের অভিযোগের ভিত্তিতে ডিবির এলআইসি টিম তদন্তে নামে। ইতোপূর্বে ৪ ইজিবাইক চোর চক্রের সদস্য গ্রেফতার ও চোরাই ইজিবাইকসহ চুরি কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করেন। তারই ধারাবাহিকতায় এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে একটি টিম ১৩ মার্চ বিকালে কোতয়ালী মডেল থানার নিউ মার্কেট এলাকা থেকে রায়হান নামের এক ইজিবাইক চোর চক্রের সদস্যকে গ্রেফতার করে। পরে, তার স্বীকারোক্তি অনুযায়ী সদরের চাঁদপাড়ায় অভিযান চালিয়ে ১টি চোরাই ইজিবাইক উদ্ধার ও সিতারামপুর থেকে ১টি প্রাইভেটকার জব্দ করে তাকে নিয়ে খুলনার ডুমুরিয়া থানার উলা গ্রামে অভিযান চালিয়ে সাদ্দাম নামের আরেক সদস্যকে গ্রেফতার করে তার কাছে থাকা আরো ৫টি চোরাই ইজিবাইকসহ উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ও পলাতক সহযোগীরা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা ইজিবাইক চুরি-ছিনতাই চক্রের সদস্য। তারা পরস্পর যোগসাজসে তাদের ব্যবহৃত প্রাইভেকার যোগে ভিন্ন ভিন্ন স্থানে গমন করে চক্রের সদস্যের মধ্যে কয়েকজন ইজিবাইক ভাড়া করে পথিমধ্যে কৌশলে চুরি ও ছিনতাই করে থাকে বলে স্বীকার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *