রাশিয়ার হুমকি মোকাবিলায় নর্ডিক দেশগুলোর চুক্তি স্বাক্ষর

Share Now..


সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড এবং ডেনমার্ক রাশিয়ার ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় একটি একীভূত নর্ডিক বিমান প্রতিরক্ষা তৈরির উদ্দেশ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছেন। চারটি দেশের সশস্ত্র বাহিনীর শুক্রবারের বিবৃতি এক বিবৃতিতে এ তথ্য জানায়। খবর আল-জাজিরা। বিবৃতি অনুসারে, তাদের উদ্দেশ্য যৌথভাবে এটি পরিচালনা করা। ন্যাটোর অধীনে পরিচালিত পদ্ধতির ভিত্তিতে এই চুক্তি বাস্তবায়িত করা হবে।

ডেনিশ বিমান বাহিনীর কমান্ডার মেজর জেনারেল জান ড্যাম রয়টার্সকে বলেন, গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ফলে বিমান বাহিনীকে একত্রিত করার পদক্ষেপ শুরু হয়েছিল।

ড্যাম বলেন, “আমাদের সম্মিলিত নৌবহরকে একটি বড় ইউরোপীয় দেশের সঙ্গে তুলনা করা যেতে পারে,”

নরওয়ের কাছে ৫৭টি এফ-১৬ ফাইটার জেট এবং ৩৭ টি এফ-৩৫ ফাইটার জেট রয়েছে । এছাড়া আরও ১৫টি অর্ডার দেওয়া হয়েছে। ফিনল্যান্ডের ৬২টি এফ/এ-১৮ হর্নেট জেট এবং ৬৪টি এফ-৩৫ রয়েছে, যখন ডেনমার্কের ৫৮টি এফ-১৬ এবং ২৭টি এফ-৩৫ অর্ডার রয়েছে। সুইডেনের৯০ টিরও বেশি গ্রিপেন জেট রয়েছে।

তবে, ওই বিমানগুলোর মধ্যে কতটি বিমান চালু ছিল তা স্পষ্ট নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *