উথলীতে খড়ি বোঝাই পাওয়ারটিলারে ধাক্কায় বাবা-মায়ের সঙ্গে থাকা শিশুর আলামিনের মৃত্যু

Share Now..

হিজলগাড়ী প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার উথলীতে খড়ি বোঝাই পাওয়ার টিলারের ধাক্কায় বাবা-মায়ের সঙ্গে থাকা আলামিন হোসেন নামের ৩ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রবিবার (২৬শে মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উথলী ফার্মগেট পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আলামিন একই পাড়ার ডালিম হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, শিশু আলামিনের পিতা ডালিম অসুস্থ হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরিবারের সদস্যরা বাড়ি সংলগ্ন সড়কে পাশে ইজিবাইকের জন্য অপেক্ষা করছিলেন। শিশু আলামিনও তার বাবা-মায়ের সাথেই ছিল। এ সময় উথলী বাজার অভিমুখী ভুট্টার খড়ি বোঝাই একটি পাওয়ার টিলার শিশুটিকে ধাক্কা মারে।
এতে সে মারাত্নকভাবে জখম হয়। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে যশোর রেফার্ড করেন। সেখানে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে মহেশপুর এলাকায় পৌঁছালে শিশুটির মৃত্যু হয়। ডালিম হোসেনের দুই ছেলের মধ্যে আলামিন ছিল ছোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *