শুধু রাজনৈতিক শ্লোগান দেওয়া ছাত্র সংগঠনগুলোর কাজ না’ -ইবি উপাচার্য

Share Now..

ইবি প্রতিনিধি-

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেছেন, বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে হাইকোর্টের দরকার হবে না, আমরাই যথেষ্ট। এতে যদি আমার চাকরি ও ব্যক্তি জীবনেরও কিছু হয় তবু আমি সেই রিস্ক নিতে প্রস্তুত। শুধু রাজনৈতিক স্লোগান দেওয়া ছাত্র সংগঠনগুলোর কাজ নয়। দেশের মানুষ কি চায় সেদিকে দৃষ্টিপাত করা। মানবিক ও বসবাসযোগ্য দেশ বানাতে হলে তাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

রবিবার ( ২ এপ্রিল) সকালে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশে সংক্ষিপ্ত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, আজকে আমাদের অঙ্গীকার হোক আগামীতে যেন এন্টি র‌্যাগিং বিরোধী কোন মিছিল র‌্যালি বা সমাবেশ না করতে হয়।

এর আগে প্রশাসন ভবনের সামনে থেকে ‘র‍্যাগিং মুক্ত বিশ্ববিদ্যালয় গড়ি, শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করি’ স্লোগানে র‍্যাগিং বিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়।

এতে এন্টি র‍্যাগিং বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদের সভাপতিত্বে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া অংশ নেন।

এছাড়াও শিক্ষক সমিতির সাধারণ সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, সহ সভাপতি অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন, শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান, আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডল, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান, শাখা ছাত্র লীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে র‍্যাগিং সম্পূর্ণরূপে বন্ধে নানামুখী কার্যক্রম গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয়ের এন্টি র‌্যাগিং ভিজিল্যান্স কমিটি। কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, র‍্যাগিং বন্ধে সকল বিভাগ ও হলসমূহে এন্টি র‍্যাগিং কার্যক্রম পরিচালনা করা হবে। র‍্যাগিং নিয়ে উচ্চ আদালতের সকল নির্দেশনা বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ চলছে। সচেতনতামূলক পোস্টার, ব্যানার ও মাইকিং কার্যক্রম চলমান রয়েছে। সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়েছে, সামনে আরও হবে। অফিস প্রধানদের নিয়ে মতবিনিময় সভা করা হবে। ওয়েবসাইটে র‍্যাগিং নিয়ে বিভিন্ন পোস্টার বা এর ক্ষতিকর ও শাস্তির দিক তুলে ধরা হবে।

তিনি বলেন, নতুন ভর্তিচ্ছু শিক্ষার্থীর অভিভাবকদের থেকে অঙ্গিকারনামাও নেওয়া হবে, যাতে কোনো শিক্ষার্থী র‍্যাগিংয়ে জড়িত হলে সর্বোচ্চ শাস্তি দিতে বাঁধা না থাকে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য এই কমিটি করা হয়। কমিটিকে হাইকোর্টের নির্দেশনা মোতাবেক কার্যক্রম পরিচালনা করার নির্দেশ দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *