কবরীর স্থলাভিষিক্ত আলমগীর

Share Now..

বর্ষীয়ান অভিনেতা আলমগীর। দীর্ঘদিনের অভিনয় জীবনে বহু দর্শকনন্দিত সিনেমা উপহার দিয়েছেন তিনি। তবে এখন অভিনয়ের চেয়ে নিজের ব্যবসা আর সংসার নিয়েই বেশি ব্যস্ত এই অভিনেতা। এবার নতুন দায়িত্ব পেলেন আলমগীর। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সভাপতি করা হয়েছে তাকে।

বীর মুক্তিযোদ্ধা অভিনেত্রী সারাহ বেগম কবরীর মৃত্যুতে এই সংগঠনের সভাপতির পদ শূন্য হয়। তার স্থলাভিষিক্ত হলেন আলমগীর।
গত শুক্রবার (২৫ জুন) সংগঠনের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির এক সভায় আলমগীরকে সভাপতি ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রফিকুল আলমকে কার্যকরী সভাপতি করা হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে গঠনতন্ত্রে ২৪ ও ২৬ ধারা মোতাবেক এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় স্টিয়ারিং কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।১৯৭৬ সালের ২৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গঠিত হলে পূর্ণাঙ্গ কমিটির সিনিয়র সহ-সভাপতি ছিলেন চিত্রনায়ক আলমগীর। দীর্ঘদিন ধরে সংগঠনটির হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *