ডিপিএলে ছুটছে বিজয়ের ব্যাট, টানা দ্বিতীয় সেঞ্চুরি
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) যেন সমানে রানের ফোয়ারা ছুটিয়ে চলেছে এনামুল হক বিজয়ের ব্যাট। গত মৌসুমে এক আসরের রেকর্ড রান সংগ্রহ করে যেখানে শেষ করেছিলেন এবার যেন শুরুও করেছেন সেখান থেকেই। এই মৌসুমের প্রথম ম্যাচেই সেঞ্চুরি করে ছুঁয়েছেন লিস্ট ‘লিস্ট এ’ ক্রিকেটে ৬ হাজার রানের মাইলফলক। আবাহনীর এই ওপেনার এরপর আরও এক সেঞ্চুরি পেয়েছেন গত ম্যাচে এসে। আজ পেয়ে গেলেন টানা দ্বিতীয়সহ এই মৌসুমের তৃতীয় সেঞ্চুরি।
আজ (৪ এপ্রিল) বিকেএসপির তিন নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাঠে নামে আবাহনী লিমিটেড। প্রথমে ব্যাট করতে নেমে আবাহনীর দুই ওপেনার এনামুল হক আর নাইম শেখ মিলে গড়েন দুর্দান্ত এক জুটি।
দুই ওপেনার মিলেই আনাহনীকে নিয়ে গেছেন রান পাহাড়ে। উদ্বোধনী জুটিতেই দুজন মিলে তলেন ১৮৩ রান। এরপর ১০২ বলে ৯৪ রান করে ৬ রানের জন্য সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন নাইম শেখ।
সঙ্গী হারালেও দমে যাননি বিজয়। উইকেতে দাঁড়িয়ে থেকে ৯৯ বলে ছুঁয়েছেন এই মৌসুমের তৃতীয় সেঞ্চুরি। শেষ পর্যন্ত প্ত্রাইম ব্যাংক বোলারদের শাসন করে ১৩ চার আর ৫ ছয়ে ১২৭ বলে
১৫৩ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দিয়ে মাঠ ছেড়েছেন বিজয়।
বিজয়ের টানা দ্বিতীয় সেঞ্চুরি আর নাইমের দুর্দান্ত ইনিংসের পর আফিফ হোসেনের ৪৭ বলে ৫৩ রানে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৩৬ রানের বিশাল সংগ্রহ পায় আবাহনী। প্রাইম ব্যাংকের বিরুদ্ধে জয় তুলে নিতে পারলে ৭ ম্যাচের ৭টিতেই জিতে লিগের শীর্ষস্থান আরও মজবুত করে ফেলবে আবাহনী। অবশ্য মাশরাফিবিন মর্তুজার লিজেন্ডস অব রূপগঞ্জও ৬ ম্যাচের ৬টিতেই জয় তুলে নিয়ে শুধু রানরেটে পিছিয়ে থেকে আবাহনীর ঘাড়েই নিঃশ্বাস ফেলছে।